নালন্দা বিদ্যাপীঠ, উত্তমাশা বিদ্যানিকেতন এবং উত্তমাশা নার্সারী বিদ্যানিকেতনের মোট দেড়শো জন ছাত্রছাত্রী ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাটঃ- বালুরঘাটে আজ ২২শে জানুয়ারি বুধবার দুপুরে প্রতিবছরের মতো এই বছরও নালন্দা বিদ্যাপীঠ, উত্তমাশা বিদ্যানিকেতন এবং উত্তমাশা নার্সারী বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো নালন্দা বিদ্যাপীঠের নিজেস্ব ময়দানে। নালন্দা বিদ্যাপীঠ, উত্তমাশা বিদ্যানিকেতন এবং উত্তমাশা নার্সারী বিদ্যানিকেতনের সকল শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে দেশাত্মবোধক সংগীতের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। ছাত্র-ছাত্রীদের ছোট দল, মধ্যম দল এবং বড় দলে ক্রীড়া প্রতিযোগিতা হয়। মোট ২৬টি পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা দেখতে শহরের বহু ক্রীড়া প্রেমী মানুষ উপস্থিত হয়েছিলেন।

আজকের ক্রীড়া প্রতিযোগিতার নালন্দা বিদ্যাপীঠের পতাকা উত্তোলনের পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্রীদের দ্বারা নৃত্য পরিবেশিত হয় যা সকলের দৃষ্টি আকর্ষণ করে। ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। নালন্দা বিদ্যাপীঠ, উত্তমাশা বিদ্যানিকেতন এবং উত্তমাশা নার্সারী বিদ্যানিকেতনের মোট দেড়শো জন ছাত্রছাত্রী ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা জনশিক্ষা প্রসার আধিকারিক তনুময় সরকার, বালুরঘাট পৌরসভার পৌরাধ্যক্ষ অশোক মিত্র সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নালন্দা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সৌমিত দাস জানিয়েছেন – প্রতিবছরের মতো এইবছরও বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলার অভ্যাস রাখতে হবে। আশা করছি এই তিন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা আগামী দিনে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাতেও সাফল্য অর্জন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *