দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ট্র্যাক্টরের ধাক্কায় মৃত্যু হল স্কুল ছাত্রের। বুধবার ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর শহরের পুনর্ভবা সেতুর সামনে। ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশ জানিয়েছে মৃতের নাম সৈকত দাস (১৪)। পুলিশ ঘাতক ট্র্যাক্টর সহ চালককে আটক করেছে।
জানা গিয়েছে গঙ্গারামপুর শহরের পূর্ব হালদারপাড়ার সৈকত নবম শ্রেনীর ছাত্র। এদিন দুপুরে কালীতলা থেকে বাড়ি ফিরছিল। পুনভর্বা সেতু পার হতে ইট বোঝাই একটি ট্র্যাক্টর তাকে ধাক্কা মারে। ঘটনার খবর পেতে দ্রুত ঘটনা স্থলে ছুঁটে আসেন গঙ্গারামপুর ট্রাফিক ওসি রজত প্রধান ও গঙ্গারামপুর থানার পুলিশ।তড়িঘড়ি নাবালককে উদ্ধার করে নিয়ে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানিয়ে দেয়। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন বিজেপি বিধায়ক
সত্যেন্দ্রনাথ রায়। এদিকে ৫১২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।আটকে পড়েন দুর দুরান্তের যাত্রীরা। বেশ কিছু সময় পর পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
ট্র্যাক্টরের ধাক্কায় মৃত্যু হল স্কুল ছাত্রের।

Leave a Reply