পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- সাতসকালে CPI(M)-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর। কেশপুর ব্লকের ৮ নম্বর অঞ্চলের চরকায় সংঘর্ষে শাসক দল তৃণমূলের উপর আক্রমণের অভিযোগ সিপিআইএমের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার সিপিআইএম নেতৃত্বের। পাল্টা শাসকদলের গোষ্ঠী কোন্দলের তত্ত্ব সিপিআইএম নেতৃত্বের গলায়। বৃহস্পতিবার সাত সকালে এলাকার চা দোকানে বসে আড্ডা মারার সময় তৃণমূল কর্মীদের উপর অতর্কিত হামলার অভিযোগ সিপিআইএমের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য কেশপুরের চরকা এলাকায়। বাস লাঠি দিয়ে আক্রমণ করা হয় বলে অভিযোগ। গুরুতর যখন অবস্থায় ইতিমধ্যেই তিনজন তৃণমূল কর্মীকে নিয়ে আসা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। আক্রান্তদের মধ্যে একজনের মাথায় গুরুতর আঘাত রয়েছে বলেই খবর হাসপাতাল সূত্রে। ইতিমধ্যেই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে পুলিশ। সংঘর্ষের পর ব্যাপক চাঞ্চল্য এলাকায়। ইতিমধ্যেই গোটা এলাকায় রয়েছে চাপা উত্তেজনা পরিস্থিতির নিয়ন্ত্রণে রাখতে টহলরত বিশাল পুলিশ বাহিনী।