মিথ্যা অভিযোগকারী রাহেনার শাস্তির দাবিতে হাইকোর্টে মানহানির মামলা দায়ের করার হুঁশিয়ারি দিলেন বিক্ষোভকারীরা।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—- হরিশ্চন্দ্রপুরের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান লাভলি খাতুনের জাল ওবিসি সার্টিফিকেট তৈরিতে মদত দিয়েছিলেন জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম।সংবাদমাধ্যমের সামনে এই ধরনের মিথ্যা অপবাদ দেওয়ার অভিযোগে গত পঞ্চায়েত নির্বাচনে প্রধানের কাছে হেরে যাওয়া তৃনমূল প্রার্থী রাহেনা সুলতানার বিরুদ্ধে ও কর্মাধ্যক্ষের সমর্থনে রবিবার রশিদাবাদ অঞ্চলের প্রায় পাঁচ শতাধিক সাধারণ মানুষ ও তৃণমূল কর্মী চন্ডিপুর- সালদহ মোড়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন। মিথ্যা অভিযোগকারী রাহেনার শাস্তির দাবিতে হাইকোর্টে মানহানির মামলা দায়ের করার হুঁশিয়ারি দিলেন বিক্ষোভকারীরা। কর্মাধ্যক্ষ রবিউলও তার বিরুদ্ধে মামলা দায়ের করবেন বলে জানান। অপরদিকে অভিযোগকারী রাহেনা সাংবাদ মাধ্যমের সামনে এই প্রসঙ্গে কিছুই বলতে চাননি। হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের তৃণমূল পরিচালিত রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান লাভলী খাতুন গত পঞ্চায়েত ভোটে কংগ্রেসের প্রতীকে জয়লাভ করেন। প্রধান পদ মহিলা ওবিসি সংরক্ষিত থাকায় দলবদল করে তৃণমূলের সমর্থনে প্রধান হন তিনি। তারপরেই তার বিপক্ষে হেরে যাওয়া তৃণমূল প্রার্থী রেহেনা সুলতানা সহ আরও চারজন প্রধানের ওবিসি সার্টিফিকেট জাল অভিযোগ তুলে
হাইকোর্টে মামলা দায়ের করেন। শনিবার সংবাদমাধ্যমের সামনে রাহেনা অভিযোগ করে বলেন, এই ওবিসি সার্টিফিকেট তৈরিতে মদত দিয়েছিলেন কর্মাধ্যক্ষ। এরপরেই বিক্ষোভে ফেটে পড়েন রশিদাবাদ অঞ্চলের মানুষ ও তৃণমূল কর্মীরা। একজন স্বাচ্ছ ভাবমূর্তির নেতাকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন বলে অভিযোগ। বিরোধীদের দ্বারা পরিচালিত ও শেখানো কথা তোতা পাখির মতো বলেছেন রাহেনা। কর্মাধ্যক্ষ রবিউল বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছেন রাহেনা। আমার স্বচ্ছ ভাবমূর্তিকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছেন। আমি তার বিরুদ্ধে মামলা দায়ের করব। প্রধান লাভলি খাতুন ও তার স্বামী রবিউল ইসলাম বলেন, কর্মাধ্যক্ষ রবিউলের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ ছিল না। তাকে চিনতাম না। প্রধান হওয়ার পর থেকে তাঁকে চিনেছি। তাঁর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *