খাঁপুর তে-ভাগা শহীদ স্মরণ।।।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বাংলা ১৩৫৩ সালের ৭ই ফাল্গুনে তথা ১৯৪৭ সালে ২০ই ফেব্রুয়ারিতে তৎকালীন ব্রিটিশ সরকারের এবং জমিদার ও জোরদার এর শোষণের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন কৃষক সমাজ। নাম হয় পরবর্তীতে তেভাগা আন্দোলন। এটি বালুরঘাট ব্লকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের খাঁপুর গ্রামে অবস্থিত। খাঁপুর তে-ভাগা শহীদ স্মরণের উদ্দেশ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলীয় কর্মীদেরকে নিয়ে শেষ লগ্নের প্রস্তুতি সভার তদারকি করতে গিয়েছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান তথা জেলা তৃণমূল আদিবাসী নেতা সন্তোষ হাঁসদা । ওনার সঙ্গে আরো উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সদস্য কল্পনা মুরমু। নাজিরপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কনভেনার প্রশান্ত সরকার, অঞ্চল তৃণমূল শ্রমিক সংগঠন তথা সংখ্যালঘু সভাপতি মইনুর রহমান মন্ডল, নাজিরপুর অঞ্চল তৃণমূল কৃষাণ খেত মজুর সভাপতি বিমল মাহাতো, নাজিরপুর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের কনভেনার শুভজিৎ মন্ডল, খাঁপুর গ্রাম সংসদের পঞ্চায়েত সদস্য শিবেশ মাহাতো, নাজিরপুর বুথ সভাপতি মনোজ দাস এবং এ ছাড়া অন্যান্য কর্মীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *