একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তমলুকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন পিসিআইএ -র।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের জেলা গ্রন্থাগারের সামনে বিশ্বকবি রবীন্দ্রনাথের মূর্তির পাদদেশে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে শামিল হলেন প্রগ্রেসিভ কালচারাল এসোসিয়েশন অফ ইন্ডিয়া (পিসিএআই) এর তমলুক শাখার সভ্যবৃন্দ। রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রশান্ত পাড়ই, শিক্ষক তপন জানা, পিসিএআই এর জেলা আহ্বায়ক মঞ্জুশ্রী মাইতি, তমলুক শাখার অন্যতম সদস্য তরুণ ঘোড়াই প্রমূখ। বাংলা ভাষাকে বিশ্বের দরবারে যিনি অন্য মাত্রায় পৌঁছে দিয়েছিলেন, শিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার গাওয়া ‘আমি বাংলায় গান গাই’ গানটি পরিবেশিত হয় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ সহ বিভিন্ন গান আবৃত্তির মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। প্রশান্তবাবু, তপনবাবু তাদের বক্তব্যের মাধ্যমে ভাষা শহীদদের স্মরণের পাশাপাশি আজকে তার আন্তর্জাতিক তাৎপর্য তুলে ধরেন। তারা বলেন আজকের দিনে বাংলাদেশে যে মৌলবাদী শক্তির উত্থান ঘটছে এবং ভারতবর্ষ সহ বিভিন্ন দেশে দেশে যেভাবে মৌলবাদী শক্তি মাথাচাড়া দিচ্ছে তার বিরুদ্ধে ঐতিহাসিক ভাষা আন্দোলন জেহাদ ঘোষণা করে। ভাষার প্রতি মর্যাদা জানিয়ে নয় রাজনৈতিক অভিসন্ধি পূরণের লক্ষ্য থেকে ভাষার প্রতি যে আক্রমণ বিভিন্ন দেশে সরকার করে তার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। তরুণবাবু সকলকে শুভেচ্ছা জানান এবং আগামী দিনে ভাষা আন্দোলন থেকে শিক্ষা নিয়ে বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *