বর্ণাঢ্য শোভা যাত্রার মধ্যে দিয়ে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস উদযাপন হলো নাজিরপুর উচ্চ বিদ্যালয়ে।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আজ নাজিরপুর উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর প্লাটিনাম জয়ন্তী বর্ষ ২০২৫ উদযাপন উপলক্ষে স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকা, সকল ছাত্র-ছাত্রী, এছাড়া শিক্ষাঅনুরাগী বুদ্ধিজীবী মানুষ এবং সর্বোপরি স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভা যাত্রার মধ্যে দিয়ে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস উদযাপন হলো। এই র‍্যালিটি শুরু হয় নাজিরপুর স্কুল থেকে নাজিরপুর বাজার হয়ে নাজিরপুর মোড় পর্যন্ত। এই রালিতে সকল শিক্ষানুরাগী মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রায় ৪০০ থেকে ৫০০ জন শিক্ষা অনুরাগীদের নিয়ে এই বর্ণাঢ্য শোভাযাত্রা হয়।এই উদযাপন অনুষ্ঠান শুরু হয় সকাল 10:30 মিনিট থেকে দুপুর ১:৩০ মিনিট পর্যন্ত। স্কুলের নিজস্ব মাঠে প্রথমে প্রদীপ প্রজ্জ্বলন,বরণ অনুষ্ঠান এবং একুশে ফেব্রুয়ারির ভাষা দিবস উদযাপন উপলক্ষে কিছু সংক্ষিপ্ত বক্তব্য অনুষ্ঠিত হয়েছে।
এ বিষয় নিয়ে নাজিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় প্রণব কিশোর সরকার কি বললেন চলুন শুনে নিয়ে যাক তার মুখে?
এছাড়া এই ৭৫ বছর উদযাপন কমিটির সম্পাদক মাননীয় সন্তোষ বর্মন কি বললেন শুনে নেয়া যাক তার মুখে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *