শাসকদল তথা তৃনমূলের প্রতি সাধারণ মানুষের প্রচুর ক্ষোভ বিক্ষোভ থাকলেও একটার পর একটা বলকে মাঠের বাইরে পাঠিয়ে নিজদের দলকে নিঃশব্দে ঘর গোছানো শুরু করে দিয়েছে ।

পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা নির্বাচন। তাই হাতে সময় খুব কম। এই সময় রাজনৈতিক দলগুলোর মাঠে নেমে পড়ার কথা। কিন্তু শাসকদল তথা তৃনমূল এখন থেকেই মাঠে নামিয়েছে তাদের শাখা সংগঠনগুলোকে বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক কর্মসূচির মাধ্যমে । রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন প্রতিষ্ঠান বিরোধী কর্মসূচি থাকলেও বিরোধী দলগুলো সেই ধরনের আন্দোলন গড়ে তুলতে পারছে না । শুধু মাত্র ভোট ঘোষণা হলেই তাদের আন্দোলন চোখে পড়ে । তারপর ভোকাট্টা । আর শাসকদল তথা তৃনমূলের প্রতি সাধারণ মানুষের প্রচুর ক্ষোভ বিক্ষোভ থাকলেও একটার পর একটা বলকে মাঠের বাইরে পাঠিয়ে নিজদের দলকে নিঃশব্দে ঘর গোছানো শুরু করে দিয়েছে । আসন্ন ২০২৬ এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রবিবার পশ্চিম মেদিনীপুরের শহিদ প্রদ্যোত স্মৃতি সদনে মহিলা তৃণমূল কংগ্রেসের আলাপচারিতা কর্মসূচি অনুষ্ঠিত হল। জেলার বিভিন্ন প্রান্ত থেকে সহস্রাধিক মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী সমিবেত হন। মেদিনীপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মামণি মান্ডির আহ্বানে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য তৃনমূল মহিলা কংগ্রেসের সহসভাপতি কবিতা রেহমান, মেদিনীপুর সাংগঠনিক জেলা চেয়ারম্যান দীনেন রায়, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি , বিধায়ক সুজয় হাজরা, মেদিনীপুর শহর মহিলা তৃনমূল সভাপতি মৌ রায়, প্রাথমিক শিক্ষক সেলের সভাপতি অখিল বন্ধু মহাপাত্র সহ অন্যান্য নেতৃবৃন্দ। দলকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সাধারণ মানুষের বাড়ি বাড়িতে পৌঁছে তাদের ক্ষোভ বিক্ষোভ শুনে তার সমাধান কিভাবে হবে, তাছাড়াও অন্যান্য নানা বিষয়ে আলোচনা হয়েছে আজকে এই “আলাপচারিতা” কর্মসূচির মাধ্যমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *