নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট-দক্ষিণ দিনাজপুর:- দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের চকরাম গ্রাম পঞ্চায়েতের চকরাম প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী। এদিন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সাথে সময় কাটানোর পাশাপাশি, বিদ্যালয় চত্ত্বরে অবস্থিত আদিবাসী বীর চুরকা মুর্মুর স্মৃতি সৌধে মাল্যদান করেন তিনি। বিদ্যালয়ের পঠনপাঠন নিয়ে খুশি বলে জানান বিধায়ক অশোক লাহিড়ী।
বিদ্যালয়ে বিধায়ক কে পেয়ে, চকরাম প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে ছাত্র ছাত্রীদের জন্য পরিশ্রুত পানীয় জলের সমস্যার কথা জানানো হয়। বিধায়ক তহবিলের টাকায় পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা ও স্মার্ট ক্লাসের জন্য প্রজেক্টারের মাধ্যমে শিক্ষাদানের ব্যবস্থার অনুরোধ জানানো হয় বিদ্যালয়ের পক্ষ থেকে।
বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী বিদ্যালয় কর্তৃপক্ষকে এই বিষয়ে জেলাশাসকের মাধ্যমে আবেদন করতে বলেন, যাতে তিনি বিধায়ক তহবিল থেকে অর্থ বরাদ্দ করতে পারেন।
দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের চকরাম গ্রাম পঞ্চায়েতের চকরাম প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী।

Leave a Reply