দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- স্বাধীনতার পর প্রথমবার পাকা রাস্তার স্বপ্ন পূরণ হতে চলেছে বালুরঘাটের ছোট দেওরা গ্রামে। দীর্ঘদিন ধরে রাস্তার দাবিতে সরব ছিলেন এলাকাবাসী, এমনকি ভোট বয়কটের সিদ্ধান্তও নিয়েছিলেন তারা। অবশেষে সেই দাবি পূরণ হতে চলেছে।
মঙ্গলবার বিকেলে এই রাস্তা নির্মাণের কাজের শুভ সূচনা করেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা সহ অন্যান্য কর্মকর্তারা। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সহযোগিতায় প্রায় ১ কোটি টাকারও বেশি ব্যয়ে এই রাস্তা নির্মাণ হবে বলে জানানো হয়েছে। বহু প্রতীক্ষিত এই প্রকল্প শুরু হওয়ায় খুশির হাওয়া গ্রামবাসীদের মধ্যে।
বাইট চিন্তা মনি বিহা জেলা পরিষদের সভাধিপতি
মলয় মন্ডল পঞ্চায়েত সমিতির সদস্য
Leave a Reply