পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পাকিস্তান ও দুবাইয়ে হয়ে গেল চ্যাম্পিয়নস ট্রফির আসর। সারা বিশ্বকে মাতিয়ে যেখান থেকে বিজয় মুকুট নিয়ে ফিরলেন ভারতীয় ক্রিকেট যোদ্ধারা।
এই চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট সংকেত ক্লাবের আয়োজনে হয়েছিল আগাম প্রশ্নোত্তরের ।
অন লাইনের প্রতিযোগিতায় পাঁচটি প্রশ্ন রাখা হয়েছিল।
১) কোন দুটি দেশ ফাইনালে উঠবে ?
২) চ্যাম্পিয়ন হবে কোন দেশ ?
৩) ফাইনালে ম্যান অব দা ম্যাচ কে হবেন ?
৪) ফাইনালে সবথেকে বেশি রান কে করতে পারেন?
৫) ফাইনালে সবথেকে বেশি উইকেট কে পেতে পারেন ?
নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে উত্তর দেওয়ার শেষ সময় সীমা দেওয়া হয়েছিল প্রথম সেমিফাইনাল ৪মার্চ মঙ্গলবার বেলা একটার মধ্যে।
এই আহ্বানে প্রায় ১৩৬০ জন ক্রীড়াপ্রেমী তাদের মতামত ধারণা করে উত্তর পাঠিয়েছিলেন।
কেবল সারা বাংলা নয়, দেশের বিভিন্ন রাজ্য এমনকি বিদেশেও অনেক বাঙালি প্রবাসী এতে অংশ নিয়েছিলেন।
ফাইনাল খেলার পর উত্তরদাতাদের উত্তর পরীক্ষা করে দেখা যায় মোট সাতজন চারটি করে প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন।
আজ ১১ মার্চ সেই সাতজনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। জয়ীরা হলেন, দিলীপ মন্ডল, গোবিন্দ ব্যানার্জি , মনীষা সামন্ত, দিব্যেন্দু গুহ, সুমন মন্ডল, রূপম পাত্র।পুরস্কার তুলে দেন, ক্রিকেট প্রশিক্ষক কৌশিক ভৌমিক, সমাজকর্মী কিশোর বেদ এবং দিলীপ পাল।
সংস্থার পক্ষে শুভঙ্কর বোস জানান, –
আন্তর্জাতিক স্তরে ক্রিকেট এবং ফুটবলের আসরকে কেন্দ্র করে আমরা প্রায় তিরিশ বছর ধরে এইরূপ আয়োজন করে চলেছি। উদ্দেশ্যে একটাই আরো দারুন ও ওতোপ্রোতভাবে বিশ্বমানের এই খেলাধুলাকে উপভোগ করা।
এই সংস্থার পক্ষ হতে চ্যাম্পিয়নস ট্রফির খেলাগুলো একসাথে বহু মানুষকে একসাথে বসিয়ে খেলা দেখানোর ব্যবস্থা করা হয়েছিলো।
ICC ট্রফি নিয়ে প্রশ্ন উত্তরের আয়োজন করেছিল কোলাঘাটের সংকেত,বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হলো আজ।।

Leave a Reply