প্রকাশ কালি ঘোষাল, হাওড়া :- তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এলো হাওড়া বেলুড়ে। তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্বেরে জেরে রণক্ষেত্র চেহারা নেবার পর স্তব্ধ পুরো এলাকা। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। বন্ধ করে দেয়া হয়েছে এলাকার দোকানপাট। ঘটনাটি ঘটেছে হাওড়ার বেলুড়ের অম্বিকা জুটমিল সংলগ্ন এলাকায় । সূত্রের খবর এলাকায় তোলাবাজি এবং দাপট জমানো কে কেন্দ্র করে এই গোষ্ঠীদ্বন্দ শুরু হয়। অভিযোগ হাওড়ার বেলুড় থানার অন্তর্গত অম্বিকা জুট মিলের শ্রমিক ইউনিয়নের সম্পাদক বিশ্বজিৎ মন্ডল দলবল নিয়ে এসে হামলা চালায় মানিক ঘোষের বাড়িতে এমনটাই অভিযোগ মানিক ঘোষের। তবে বিশ্বজিৎ মন্ডল জানিয়েছেন যে, মানিক ঘোষ রাত্রিবেলা এলাকায় তান্ডব চালিয়েছিল বাইক বাহিনী নিয়ে এসে। তাই জন্য এলাকাবাসীরা এবং পুরনো তৃণমূল কর্মীরা হামলা চালিয়েছে তার বাড়িতে। এলাকায় RAF নামানো হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। সংবাদমাধ্যমকে মানিক ঘোষ জানিয়েছেন যে তিনি নিজের জমির উপরে কনস্ট্রাকশন করছেন সেই নিয়ে বিশ্বজিৎ মন্ডল ডেকে পাঠিয়েছিলেন পার্টি অফিসের মধ্যে এবং টাকা চেয়েছিলেন সেটা উনি বারণ করেছিলেন বলে উনার বাড়িতে হামলা চালানো হয়। শনিবার সকালে আবারও ওই এলাকায় উত্তেজনা ছড়ায়। এখনও পর্যন্ত এলাকায় থমথমে পরিস্থিতি রয়েছে। ঘটনাস্থলে বেলুড় থানার পুলিশ।