দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের আমতলা পর্যন্ত ৭.১ কিমি প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার বেহাল রাস্তা পুনর্নির্মাণের কাজের শুভ সূচনা।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- জটেশ্বর ট্রাফিক মোড় থেকে দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের আমতলা পর্যন্ত ৭.১ কিমি প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার বেহাল রাস্তা পুনর্নির্মাণের কাজের শুভ সূচনা হলো বৃহস্পতিবার। এদিন পশ্চিম ঝাড় বেলতলি সিএস প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে ওই কাজের শুভ সূচনা করা হয়। আনুষ্ঠানিক ভাবে কাজের শুভ সূচনা করেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব। এছাড়াও উপস্থিত ছিলেন ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষচন্দ্র রায়, জেলা পরিষদ সদস্যা তনুশ্রী রায়, দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের প্রধান সেরিনা খাতুন, জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মুস্তাফা আলী প্রমুখ। জানা গিয়েছে, WBSRDA আলিপুরদুয়ার ডিভিশনের অধীনে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে বেহাল এই রাস্তা পুননির্মাণ করা হবে। দীর্ঘদিন ধরে এই রাস্তা বেহাল হয়ে পড়ায় চরম দুর্ভোগ পোহাতে হয়েছে স্থানীয় কয়েক হাজার সাধারণ মানুষকে। অবশেষে রাস্তার কাজের সূচনা হওয়ায় খুবই এলাকার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *