দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দোল পূর্ণিমার পবিত্র দিনে রঙের উৎসবে মেতে উঠলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র। নিজের ওয়ার্ড, পাঁচ নম্বর ওয়ার্ডের কর্মীদের সঙ্গে নিয়ে তিনি বাদ্যযন্ত্র ও আবির সহযোগে গোটা ওয়ার্ড প্রদক্ষিণ করেন। এলাকাবাসীর সঙ্গে আনন্দ ভাগ করে নিতে তিনি প্রবীণদের পায়ে আবির দিয়ে প্রণাম করেন এবং সকলের গালে আবির মাখিয়ে দোলের শুভেচ্ছা জানান। বর্ণিল শোভাযাত্রায় ওয়ার্ডবাসীর উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। অশোকবাবু জানান, ‘‘দোল শুধু রঙের উৎসব নয়, এটি সম্প্রীতিরও প্রতীক।’’ ওয়ার্ডবাসীর সঙ্গে এই আনন্দ ভাগ করে নিতে পেরে তিনি আপ্লুত।
এলাকাবাসীর সঙ্গে আনন্দ ভাগ করে নিতে প্রবীণদের পায়ে আবির দিয়ে প্রণাম করেন এবং সকলের গালে আবির মাখিয়ে দোলের শুভেচ্ছা জানান বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র।

Leave a Reply