নিজস্ব সংবাদদাতা, দক্ষিন দিনাজপুর বালুরঘাট:- ট্রাফিক নির্দেশ উপেক্ষা। হেলমেট এবং সিট বেল্ট ছাড়ায় মিলছে পাম্পে পেট্রল। এক্ষেত্রে গ্রাহকদের জোড করতে পারেননা বলেই জানাচ্ছেন পাম্প কর্তৃপক্ষ। খোদ বালুরঘাট শহর ও তার আশেপাশে উঠে এসেছে এই চিত্র। ট্রাফিক আইন মানতে আরও কড়া ভূমিকা নেওয়া হবে বলে জানিয়েছেন বালুরঘাট সদর ট্রাফিক।
সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পকে এগিয়ে নিয়ে যেতে একাধিক পরিকল্পনা নিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা ট্রাফিক পুলিশ। সেক্ষেত্রে প্রাথমিক শর্ত বা নিয়ম হিসেবে বাইক আরোহীদের হেলমেট ও গাড়ি চালকদের সিট বেল্ট বাধ্যতামূলক করা হয়েছে। কিন্ত একশ্রেনীর নিয়ম ভঙ্গকারীরা ট্রাফিক বা নাকা পয়েন্টগুলি এড়িয়ে বের হয় প্রতিদিন। যাকে রোধ করতেই পেট্রল পাম্পগুলিতে হেলমেট ও সিটবেল্ট আবশ্যিক বলে নিয়ম জারি করেছে জেলা ট্রাফিক পুলিশ। এনিয়ে বালুরঘাট সদর সহ প্রতিটি পেট্রল পাম্পে ব্যানার টাঙানো হয়েছে। “নো হেলমেট, নো সিটবেল্ট, নো পেট্রল”- এই স্লোগান রয়েছে সেখানে। কখনো সখনো পাম্পগুলিতে অভিযান চালাচ্ছে ট্রাফিক। তবে সপ্তাহ দুয়েকের মধ্যে ওই নিয়মটি কার্যত মুখ থুবরে পরছে বলে অভিযোগ সাধারণ মানুষের।
কিন্ত এনিয়ে গ্রাহকদের জোর করতে পারেন না বলে জানাচ্ছেন পাম্প কর্তৃপক্ষ। বালুরঘাট শহরের বিশ্বাসপাড়ার পেট্রল পাম্প মালিক অরিন্দীপ বনিক জানান, ট্রাফিকের পক্ষ থেকে তাদের বলা হয়েছে হেলমেট ও সিট বেল্ট ছাড়া পেট্রল না দিতে। কিন্ত তারা জোড় করতে পারেন না কোনো গ্রাহকদের। আবেদন করছেন গ্রাহকদের। কেউ শুনছেন আবার কেউ শুনছেন না। বেশি বললে তেল না নিয়েই চলে যাচ্ছেন। যদিও ট্রাফিকের পক্ষ থেকে জোড় না করে শুধু আবেদন করতে বলা হয়েছিল। নিয়ম পালন করা বা না করা গ্রাহকদের বিষয়। এক্ষেত্রে তাদের কিছু করার নেই বলে জানিয়েছেন পাম্প মালিক।
হেলমেট এবং সিট বেল্ট ছাড়ায় মিলছে পাম্পে পেট্রল, এক্ষেত্রে গ্রাহকদের জোড করতে পারেননা বলেই জানাচ্ছেন পাম্প কর্তৃপক্ষ।

Leave a Reply