পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- আর কিছু দিনের অপেক্ষা তারপরই মর্তে আসবেন উমা। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গা শুরু হয়েছে দূর্গা উৎসব কমিটি গুলির খুঁটি পুজো। খুঁটি পূজার মাধ্যমে ঢাকের কাঠি দিয়ে প্রত্যেক বছরের মতো এ বছরও পূর্ব বর্ধমান জেলার বর্ধমান ২ নম্বর ব্লকের শক্তিগড় সার্বজনীন দুর্গা উৎসব কমিটির খুঁটি পূজার আয়োজন করা হয়। এ বছরে শক্তিগড় সার্বজনীন দুর্গা উৎসব কমিটির পুজো ৮০ বছরে পদার্পণ করল। এ বছরে তাদের পুজোর থিম অর্ধনারিস্বর। প্রতিবছরের মতো এ বছরও তাদের পুজোয় নতুনত্বের ছোঁয়া। গোটা পূর্ব বর্ধমান জেলা জুড়ে এই শক্তিগড় সার্বজনীন দুর্গা উৎসবের পুজো যথেষ্ট মাধুর্যের সঙ্গে তাদের পুজো করে যাচ্ছে। শক্তিগড় সার্বজনীন দুর্গোৎসব কমিটির পরিচলন কমিটির সদস্য দেবদীপ রায় বলেন, প্রতিবছরের মতো এ বছরে নতুনের মাধুর্য নিয়ে শক্তিগড় দুর্গা উৎসব কমিটির পূজা অনুষ্ঠিত হবে। এ বছরের আমাদের থিম অর্ধনারীশ্বর। শুধুমাত্র বর্ধমান দু’নম্বর ব্লক এ নয় পূর্ব বর্ধমান জেলা জুড়ে আমাদের পুজোর একটা আলাদা মাধুর্য রয়েছে।