আজ গোটা রাজ্যজুড়ে প্রত্যেকটি ব্লকে এবং শহরে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা অবস্থান বিক্ষোভ করেন।

0
10

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তী :-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে ব্লক এ ব্লক এ ছয়ই আগস্ট অবস্থান বিক্ষোভ কর্মসূচি করার কথা। তারই পরিপ্রেক্ষিতে আজ গোটা রাজ্যজুড়ে প্রত্যেকটি ব্লকে এবং শহরে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা অবস্থান বিক্ষোভ করেন। সেই মর্মে রবিবার বর্ধমান দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উল্লাস মোড়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক, বর্ধমান দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পরমেশ্বর কোনার, বর্ধমান দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি জয়দেব ব্যানার্জি, বর্ধমান দু’নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৌভিক পান সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা বারবার কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে ধিক্কার জানাই এবং বাংলার বকেয়া টাকা যতদিন না কেন্দ্র সরকার দিচ্ছে ততদিন কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন চলতে থাকবে বলে জানান তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here