নিজস্ব সংবাদদাতা, মালদা—ঘর থেকে এক দশম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো বুধবার সকালে মালদা জেলার রতুয়া থানার অন্তর্গত সালাবাতপুর গ্রামে। মৃতদেহ আনা হল ময়নাতদন্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। মৃত স্কুল ছাত্রীর নাম সোনিয়া মন্ডল। বয়স আনুমানিক (১৬) বছর।পরিবার সূত্রে জানা গেছে সোনিয়া স্থানীয় শ্রীপুর হাই স্কুল থেকে এই বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। অন্যান্য দিনের মতো আজ সকালে পরিবারের সদস্যরা জমিতে কাজ করতে যায়। কাছ থেকে ফিরে এসে সোনিয়ার মা সুনিতা মন্ডল দেখতে পাই সোনিয়া ঝুলন্ত অবস্থায় ঘরের ভেতরে ওড়না দিয়ে ঝুলছে। সোনিয়ার মায়ের চিৎকারে স্থানীয় প্রতিবেশীরা ছুটে এসে ওড়না কেটে সোনিয়াকে তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় স্থানীয় গ্রামীণ হাসপাতালে। সেইখানে কর্মরত চিকিৎসকেরা সোনিয়াকে মৃত বলে ঘোষণা করে। এই বিষয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ওই মৃত স্কুল ছাত্রীর বাবা উত্তম মন্ডল জানান, অন্যান্য দিনের মতো আজকে আমরা জমিতে কাজ করতে যায়। স্থানীয় মারফত খবর পাই আমার মেয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তিনি আরো বলেন সামনে মাসেই আমার মেয়ের বিবাহ ছিল। তবে কি কারণে আমার মেয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল আমরা কেউ বুঝে উঠতে পারছি না।
এদিকে পুলিশ অস্বাভাবিক মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।
বাইট: উত্তম মন্ডল(মৃত স্কুল ছাত্রীর বাবা)
Leave a Reply