গোবরডাঙ্গা, নিজস্ব সংবাদদাতা:- রাত দুটো পর্যন্ত পাহারা দিয়েছি তারপর ভোর চারটে নাগাদ দেখি প্যান্ডেলে আগুন জ্বলছে তবে কে বা কারা দিয়েছে তা কাউকে দেখা যায়নি।
গোবরডাঙ্গা থানার বেরগুম কাছারি বাড়ি এলাকায় চল্লিশ বছর ধরে অগ্রদূত সংঘ ক্লাবের পক্ষ থেকে এ বাসন্তী পূজার আয়োজন করা হচ্ছে, ভোর রাতে ক্লাব পার্শস্ত প্রতিবেশীরা দেখতে পান প্যান্ডেলের পেছন থেকে আগুন ধরিয়ে দেওয়া হয়। এবং প্রতিমার একাংশ পুড়ে গিয়ে প্রতিমা পড়ে রয়েছে। সকালে খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়। বেড়গুম কাছারি বাড়ি মোরে প্রায় 40 মিনিট রাস্তা অবরোধ করা হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হাবড়ার এসডিপিও, আই সি হাবরা এবং গোবরডাঙ্গা থানার ভারপ্রাপ্ত ওসি
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী নামানো হয়েছে এলাকায়।
কে বা কারা রাতের অন্ধকারে এই ধরনের দুষ্কৃতিমূলক কাজকর্ম করল তার তদন্তে গোবরডাঙ্গা থানা।
Leave a Reply