নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:- অতি প্রয়োজনীয় ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিল এবং পথসভার আয়োজন করা হল বালুরঘাট শহরে। শনিবার বালুরঘাট হাই স্কুল মাঠ থেকে শুরু হয় মিছিলটি, যা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে শেষ হয় বালুরঘাট বাসস্ট্যান্ডে। সেখানেই অনুষ্ঠিত হয় একটি প্রতিবাদ সভা।
এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন বালুরঘাট শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রীতম রাম মন্ডল। তার সঙ্গে মিছিলে উপস্থিত ছিলেন শহরের সমস্ত ওয়ার্ডের সভাপতি, কনভেনার, জেলার শাখা সংগঠনের নেতারা, নির্বাচিত জনপ্রতিনিধিরা এবং বহু কর্মী-সমর্থক।
তাদের মূল দাবি ছিল, অতি প্রয়োজনীয় ও জীবনদায়ী ওষুধের দাম যেভাবে লাগামছাড়া ভাবে বেড়ে চলেছে, তা অবিলম্বে নিয়ন্ত্রণে আনতে হবে। এই সমস্যার দ্রুত সমাধান না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে তৃণমূল কংগ্রেস বলে হুঁশিয়ারি দেন নেতৃত্বরা।
Leave a Reply