পানীয় জলে ব্যাকটেরিয়া, ঘটনার রোষে ক্ষোভে ফুসছেন আবাসিকরা।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- বর্ধমান শহরের রিজেন ক্রাউন ফেজ টু আবাসনের পানীয় জলে ব্যাকটেরিয়া। অসুস্থ অনেক শিশু। কয়েকজন শিশুকে আইসিইউ তেও ভর্তি করতে হয়েছিল বলে জানান আবাসিকরা। ঘটনার রোষে ক্ষোভে ফুসছেন আবাসিকরা। বিগত কয়েকদিন আগে থেকেই ব্যাকটেরিয়া যুক্ত পানীয় জলের সমস্যায় ভুগছেন উক্ত ফ্ল্যাটের আবাসিকরা। অভিযোগে সরব হয়ে পূর্ব বর্ধমান জেলা শাসক সহ বর্ধমান সদর থানায় অভিযোগ দায়ের করেন রিজেন ক্রাউন ফেজ টু এর আবাসিকরা। আবাসিকরা ফ্ল্যাট কতৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে সরবও হয়েছেন বিগত দিনে। এর আগেও চিকিৎসাধীন ছিল অনেক শিশু, বর্তমানে ও এক শিশু ব্যাকটেরিয়া যুক্ত পানীয় জলের শিকার। ডাইরিয়ায় অসুস্থ হয়ে চিকিৎসাধীন বর্ধমান শহরের একটি বেসরকারি শিশু হাসপাতালে অভিযোগ আবাসিকদের। আবাসিকদের অভিযোগ অনেকদিন ধরে যোগাযোগ করেও সারা পাওয়া যায়নি আবাসন কতৃপক্ষের। বিভিন্ন টানাপোড়েনের পরে অবশেষে মঙ্গলবার অর্থাৎ ৮ই আগস্ট রিজেন্ট ক্রাউনের কর্ণধার আলোচনায় বসেন আবাসিকদের সাথে। তবে সমস্যা সমাধানে সন্দীহান প্রকাশ করেন আবাসিকদের অনেকেই।
শহর বর্ধমানের রিজেন্ট ক্রাউনের কর্ণধার মিঃ পোখলিয়া জানান, আমরা ঘটনার বিস্তারিত জেনেছি, সমস্যার সমাধান কিভাবে হবে তার যাবতীয় প্রক্রিয়া অন গোয়িং। জল আমরা পরিষ্কার দেবো। কবে কি ভাবে আমরা সমস্যার সমাধান করছি তার লিখিত আকারে আগামী ১০ই আগস্ট আবাসিকদের তুলে দেবো। আমি সমস্ত খবরই রেখেছি, একজন শিশু খুবই মারাত্মক অবস্থায় আছে সেটাও শুনলাম। ভবিষ্যতে যাতে এইধরণের কোনো সমস্যা না হয় তার দিকে আমরা যথোপযুক্ত কড়া নজর রাখবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *