প্রয়াত হলেন প্রাক্তন মন্ত্রী আব্দুর রাজ্জাক মোল্লা।

দক্ষিণ ২৪পরগনা, নিজস্ব সংবাদদাতা:- প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী আব্দুর রাজ্জাক মোল্লা। বাম এবং তৃণমূল দুই জমানাতেই তিনি মন্ত্রী হিসেবে কাজ করেছেন। দীর্ঘ রোগভোগের পর ৮২ বছর বয়সে শুক্রবার সকালে তিনি মারা যান ক্যানিং পূর্বের বাকড়ি গ্রামে। নিজের পৈত্রিক ভিটেতেই দীর্ঘদিন ধরে শয্যাশায়ী ছিলেন রেজ্জাক। অসুস্থ অবস্থাতেই তাকে দেখতে গেছেন সিপিএম নেতারা এবং তৃণমূল নেতারা। তাতে আপ্লুত হয়েছিলেন রেজ্জাক। এদিন রেজ্জাকের মৃত্যুর খবর পেয়ে ভাঙ্গর এবং ক্যানিং এলাকা থেকে একাধিক তৃণমূল ও বাম নেতারা ছুটে যান তাকে শেষ দেখা দেখতে। পৈত্রিক ভিটে বাড়িতেই রেজ্জাকের দেহ সমাধিস্থ করা হবে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে।

ক্যানিং পূর্ব বিধানসভার অন্তর্গত মিলন বাজারের কাছে বাঁকড়া গ্রামে রেজ্জাক মোল্লার পৈত্রিক ভিটেবাড়ি। অসুস্থ অবস্থায় গত চার পাঁচ বছর ধরে ওই বাড়িতেই চিকিৎসাধীন রেজ্জাক। গত চার পাঁচ বছর ধরে বার্ধক্যজনিত অসুখের সাথে কিডনির অসুখে ভুগছেন তিনি।বছর তিনেক আগে শ্বাসকষ্ট ও কিডনির সমস্যার কারণে কলকাতার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।শারীরিক অসুস্থতার কারণে তিনি ২০২১ বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে স্বেচ্ছায় সরে আসেন। ৮২ বছরের রেজ্জাক দীর্ঘদিন বামফ্রন্ট সরকারের ভূমি সংস্কার দফতরের মন্ত্রী ছিলেন। ২০১৬ সালে তিনি তৃণমূলে যোগ দিয়ে ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করে কৃষি বিপণন ও উদ্যান পালন দফতরের মন্ত্রী হয়েছিলেন। রেজ্জাকের ছেলে মোস্তাক আহমেদ ভাঙড় থেকে জেলা পরিষদের সদস্য হিসাবে নির্বাচিত হয়েছিলেন ২০১৮ সালে। ২০২৩ সালে দল আর তাঁকে টিকিট দেয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *