নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- জটেশ্বর ট্রাফিক মোড় থেকে তপসিতলা রাস্তার কাজ শুরু হয়েছে। জানা গিয়েছে, ওই রাস্তাটি আগের চেয়ে চওড়া হবে। এদিকে শুক্রবার সকালে জটেশ্বর বাজারের ভিতরের রাস্তা চওড়া করার জন্য মাপজোকের কাজ শুরু হয়েছে। বিষয়টি নিয়ে জটেশ্বর মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক অভিজিৎ বল জানান,” জটেশ্বর ট্রাফিক মোড় থেকে তপসিতলা পর্যন্ত রাস্তা তৈরি হচ্ছে। ফুটপাতে বসা কমবেশি দুইশো অস্থায়ী দোকান সরিয়ে নিতে হবে। তবে আমরা ব্যবসায়ীদের পাশে আছি। রাস্তাটি হোক আমরা সকলেই চাইছি।”
জটেশ্বর ট্রাফিক মোড় থেকে তপসিতলা রাস্তার কাজ শুরু হয়েছে।

Leave a Reply