দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- ১৮ই এপ্রিল শুক্রবার বিকেলে সারা বিশ্বের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর হেরিটেজ সোসাইটির পক্ষ থেকে বিশ্ব ঐতিহ্য দিবস উদযাপন উপলক্ষ্যে হেরিটেজ সোসাইটির সদস্যরা বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের বালুরঘাট ব্লকের বিভিন্ন প্রাচীন ঐতিহ্যবাহী স্থানগুলির সঙ্গে পরিচয় করাতে ঘুরিয়ে দেখান। এছাড়াও দক্ষিণ দিনাজপুর হেরিটেজ সোসাইটির পক্ষ থেকে এইদিন শিক্ষার্থীদের দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রাচীন ঐতিহ্যবাহী স্থান ও বিষয়গুলির পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রাচীন ঐতিহ্যবাহী স্থান ও বিষয়গুলি যত্ন ও রক্ষার বিষয়ে শপথ গ্রহণ করানো হয়। এইদিন বালুরঘাট ব্লকের পাশাপাশি গঙ্গারামপুর ব্লকেও দক্ষিণ দিনাজপুর হেরিটেজ সোসাইটির পক্ষ থেকে বিশ্ব ঐতিহ্য দিবস উদযাপন করা হয়। ২০১১ সাল থেকে দক্ষিণ দিনাজপুর হেরিটেজ সোসাইটি দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রাচীন ঐতিহ্যবাহী স্থানগুলি রক্ষার বিষয়ে লাগাতার কাজ করে চলেছে এমনটাই জানালেন দক্ষিণ দিনাজপুর হেরিটেজ সোসাইটির সম্পাদক দীপক মন্ডল।
দক্ষিণ দিনাজপুর হেরিটেজ সোসাইটির পক্ষ থেকে বিশ্ব ঐতিহ্য দিবস উদযাপন।।

Leave a Reply