মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কোন ইটিং,মিটিং-সিটিং, সৌজন্যের কোন ব্যাপার নেই,কাঁথি থেকে মন্তব্য শুভেন্দুর ।।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আগামী ৩০ শে এপ্রিল পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দিঘাতে জগন্নাথ মন্দির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,তাতে বিরোধী দলনেতায় হিসেবে আমন্ত্রণ থাকতে পারে, এমন প্রশ্ন বিরোধী দলনেতাকে করা হলে কার্যত হুংকার শোনা যায় বিরোধী দলনেতার গলায়, রবিবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে সাংগঠনিক জেলার বিজেপির সক্রিয় সদস্য সম্মেলনে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী, এরপরেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সেখানেই উক্ত প্রশ্ন করা হলেই কার্যত চটে যান বিরোধী দলনেতা, রাজ্যের বিভিন্ন জায়গায় হিংসার পর তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কোন যোগাযোগ ইটিং,মিটিং-সিটিং, সৌজন্যের কোন ব্যাপার নেই, উনি আমার বাবা মাকে উত্ত্যক্ত করতে CID পাঠিয়েছিলেন, আমার বাড়িতে একাধিকবার আক্রমণ করা হয়েছে ২১ সাল থেকে, তিনি আবার বলেন দীঘায় গড়ে ওঠা ওটা মন্দির নয় ওটা সংস্কৃত কেন্দ্র, অন্যদিকে মুর্শিদাবাদের হিংসার ঘটনায় মূল মাস্টারমাইন্ডকে গ্রেফতার করেছে পুলিশ সেই প্রসঙ্গ নিয়ে শুভেন্দু অধিকারী বলেন আমরা এনআইএ তদন্তের দাবী জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *