পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বিধানসভা হোক বা লোকিসভা নির্বাচন। কোন্টাতেই সেইভাবে অস্বস্তি ধরে রাখতে পারেনি বামেরা। সামনে ২৬ এর বিধানসভা নির্বাচন। বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক জমি শক্তপোক্ত করতে রবিবার ব্রিগেড সমাবেশ করা হয় বামেদের তরফ থেকে। সেই ব্রিগেড সমাবেশ নিয়ে এবার সিপিএমকে এক হাত নিলেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ। রবিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরার এক অনুষ্ঠান থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “ওটা হাঁসজারু ব্রিগেড হয়েছে। সিপিএম ডেকেছিল কিন্তু ওখানে বিজেপির ভোটাররা গেছিল। ওই ব্রিগেডের স্লোগান হচ্ছে সিপিএমের ডাকের ব্রিগেড চলো, আর বিজেপিকে ভোট দিতে ব্রিগেড থেকে ফেরো। চারটি লোক এনে ব্রিগেড করা খুব একটা বড় কথা নয়।” এদিন কুণালবাবু ছাড়া উপস্থিত ছিলেন কাঁথি পুরাভার চেয়ারম্যান তথা তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের যুব সভাপতি সুপ্রকাশ গিরি সহ অন্যান্যরা।
সিপিএমের ব্রিগেড ভরালো বিজেপির ভোটাররা মন্তব্য কুণালের।।।

Leave a Reply