সদ্য অকাল প্রয়াতঃ বিশিষ্ট সমাজকর্মী অপর্ণা বিশ্বাসের স্মরণ সভা।

নিজস্ব সংবাদদাতা, সোনারপুর :- পরস্পরকে বেঁধে বেঁধে থাকার এই সময়ের বার্তা উঠে এলো এক সমাজকর্মীর স্মরণ সভায়। গত ২০ এপ্রিল, সোনারপুর এর “শিমুলতলা অগ্রগামী ক্লাব” আয়োজিত এক স্মরণসভায় সদ্য অকাল প্রয়াতঃ বিশিষ্ট সমাজকর্মী অপর্ণা বিশ্বাসের স্মরণ সভায় সমাজের সর্বস্তরের মানুষের উপস্থিতিতে আজকের সমাজের প্রবল অসূয়া ও অবিশ্বাসের দূরহ কালে উঠে এলো প্রয়াত অপর্ণা বিশ্বাসের কাজের নানা দিক। এভাবেই ধ্বনিত হোলো মানুষের পরস্পর বেঁধে বেঁধে থাকার মন্ত্র।

বক্তারা বললেন, আজকের সামাজিক সাংস্কৃতিক আগ্রাসন অবক্ষয় ও বিচ্ছিন্নতার ঘোর কালে সোনারপুরের শিমুলতলা, জগন্নাথপুর , উখিলা এলাকায়
কৃষিজীবী আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের সুখদুঃখের সঙ্গে ওতপ্রোত জড়িয়ে পড়েন প্রয়াত অপর্ণা বিশ্বাস ও আরও কয়েকজন।
আশির দশকের শেষের দিকে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের তৎপরতায় যে কর্মযজ্ঞ শুরু হয়, অপর্ণা বিশ্বাস ছিলেন সেই কর্মযজ্ঞের পুরোভাগে।
বিশিষ্টজনের উপস্থিতিতে স্মৃতিচারণ করে স্বাগত ভাষণ দেন শিমুলতলা অগ্রগামী ক্লাবের পক্ষে রবিয়েল হক।অন্যান্য বক্তাদের মধ্যে সমাজকর্মী মিহির বসু, বিদ্যুৎ দেবনাথ,দ্বিজদাস সরকার,কল্লোল ঘোষ, অন্তরা ঘোষ শর্মা, রত্না হক, সাংবাদিক আব্দুল অলিল , কবি গালিব ইসলাম,আবিদ হোসেন,মহম্মদ সফি প্রমুখ আরও অনেকে।

অপর্ণা বিশ্বাস শুধু সমাজসেবক হিসেবে এলাকায় মানুষের মন জয় করেননি, তিনি বিভিন্ন সাংস্কৃতিক ও পরিবেশ উন্নয়নের আন্দোলনের সঙ্গেও যুক্ত ছিলেন।
এদিন স্মরণসভায় অপর্ণা বিশ্বাস সব শ্রেণির মানুষের সুখকামনায় আত্মোৎসর্গ করেন। তাঁর একটি তৈলচিত্র প্রয়াত পরিবারের হাতে তুলে দেন শিল্পী পল্লব সিংহ তূর্য। স্বরচিত কবিতা পড়ে শোনান, সুচরিতা চক্রবর্তী ও রবীন্দ্রসঙ্গীতে বিশিষ্ট শিল্পী ডাক্তার তানিয়া দাস প্রয়াতঃ অপর্ণা বিশ্বাসের প্রিয় গান, ‘ “এই উদাসী হাওয়ার পথে পথে মুকুল গুলি ঝরে ‘” পরিবেশন করেন।

দুজন অ্যাম্বুলেন্স চালক ও আয়াকে সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট বাচিক শিল্পী
চন্দন মজুমদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *