গ্রাম পাহারায় থাকা যুবকদের উপর অতর্কিতে হামলা চালায় দুষ্কৃতী, যুবক খুনে ব্যাপক উত্তেজনা ছড়াল।

নিজস্ব সংবাদদাতা, মালদা—-রাতে গ্রাম পাহারা দেওয়ার সময় দুষ্কৃতীদের হাতে খুন হলেন এক যুবক।আরও এক যুবক গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বুধবার সাত সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল মালদার ইংরেজবাজার থানার অমৃতির সেকেন্দারপুর এলাকায়। জানা গেছে, দুষ্কৃতীদের হাতে খুন হয়ে যাওয়া যুবকের নাম শিবু মন্ডল, বয়স ২৭ বছর। বাড়ি অমৃতির সেকেন্দারপুর এলাকায় এবং আহত যুবকের নাম সূর্য মন্ডল। বাড়ি ওই এলাকাতেই। জানা গেছে, মঙ্গলবার রাতে তারা গ্রাম পাহারা দিচ্ছিলেন। ওই সময় গভীর রাতে একদল দুষ্কৃতীকে তারা এলাকায় ঘোরাঘুরি করতে দেখেন। তাদের ধরে এলাকায় ঘোরাঘুরির কারণ জানতেই তারা নাকি গ্রাম পাহারায় থাকা যুবকদের উপর অতর্কিতে হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে শিবু মন্ডল ও সূর্য মন্ডলকে গুরুতর জখম করে দুষ্কৃতীরা চম্পট দেয় বলে অভিযোগ। পরে গ্রামবাসীরা জখম দুই যুবককে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসক শিবু মন্ডলকে মৃত বলে ঘোষণা করেন। যার প্রতিবাদে বুধবার সাত সকাল থেকেই অমৃতি, সেকেন্দারপুর গ্রামবাসীরা মালদা-মানিকচক রাজ্য সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন। তারা পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সরব হন। যদিও পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে অবরোধ তুলে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করে বলে জানা গেছে ইংরেজ বাজার থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *