কেন্দ্র ও রাজ্যের দীর্ঘ টানা পড়েনের পর অবশেষে চালু হলো কুবাই ওভারব্রিজ, ভার্চুয়ালিভাবে উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- কেন্দ্র ও রাজ্যের দীর্ঘ টানা পড়েনের পর অবশেষে চালু হলো পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনারোড শহর সংলগ্ন বাঁকুড়া মেদিনীপুর ৬০ নম্বর জাতীয় সড়কের উপরে থাকা কুবাই নদী উপরে তৈরি হওয়া ওভারব্রিজ, মঙ্গলবার মেদিনীপুর শহরের কলেজিয়েট ময়দানে জনসভা করতে এসে ভার্চুয়াল ভাবে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রসঙ্গত কুবাই নদীর উপরে থাকা ব্রিটিশ আমলের ব্রিজটি বিপদজনকভাবে রয়েছিল দীর্ঘদিন, যার জন্য ধীরে গতিতে যানবাহন চলাচল করছিল, আর এই ধীরে গতিতে যানবাহন যার ফলে যানজটের সৃষ্টি হচ্ছিল জাতীয় সড়ক জুড়ে, অবশেষে তৈরি হয়েছে নতুন ব্রিজ, কিন্তু কে উদ্বোধন করবে তা নিয়ে দীর্ঘ ধোঁয়াশার অবসান ঘটিয়ে এই দিন ভার্চুয়ালি ভাবে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী, এই ওভারব্রিজ চালু হওয়ার ফলে যানজট মুক্তি পাবে বলে ধারণা এলাকার মানুষদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *