নিজস্ব সংবাদদাতা, মালদা: ঐতিহাসিক মালদহের রামকেলি ধাম। মহাপ্রভু চৈতন্যদেবের আগমন উপলক্ষে প্রতি বছর গৌড়ের এই রামকেলি ধামে মেলা অনুষ্ঠিত হয়। দেশ-বিদেশ থেকে বহু মানুষ এই মেলায় আসেন। এবারে সেই রামকেলি ধামেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ২ কোটি ৫৫ লক্ষ টাকা ব্যয়ে একাধিক সৌন্দর্যায়নের কাজের শিলান্যাস হল। রামকেলি ধামে অবস্থিত মদনমোহন মন্দিরের রাধা কুণ্ড ও শ্যাম কুণ্ডতে স্নানাঘাট, পেপার ব্লক করা রাস্তা সহ একাধিক কাজের শিলান্যাস করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলাশাসক নীতিন সিংহানিয়া, মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ সহ অন্যান্যরা।
ঐতিহাসিক মালদহের রামকেলি ধাম, সেই রামকেলি ধামেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ২ কোটি ৫৫ লক্ষ টাকা ব্যয়ে একাধিক সৌন্দর্যায়নের কাজের শিলান্যাস হল।

Leave a Reply