নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর:- চাকরি হারা যোগ্য শিক্ষকদের পাশে দাঁড়িয়ে মানববন্ধন শিক্ষকদের। এদিন বিকেলে বালুরঘাট থানার সামনে রাস্তা জুড়ে মানববন্ধন করে শিক্ষক-শিক্ষিকারা। মূলত বাম মনোভাবাপন্ন সংগঠনগুলির শিক্ষক শিক্ষিকারা এদিন এই মানববন্ধনে অংশগ্রহণ করে।
বালুরঘাট শহরের প্রাণকেন্দ্র থানা মোড়ে এই মানববন্ধন এর ফলে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। মানববন্ধন কিছুক্ষণ চলার পর বালুরঘাট থানার পুলিশ এসে অবরোধ তুলে দেয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষিকারা জানান, শিক্ষক সমাজ এই সরকারের দ্বারা ভীষণভাবে প্রতারিত। সুপ্রিম কোর্টের বিচারের পর, রাজ্য সরকারের বিভ্রান্তিমূলক বক্তব্যে শিক্ষক সমাজ বিভ্রান্ত হওয়ায়, গতকাল থেকে রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করছে। তাদের সাথে বিমাতৃসুলভ আচরণ সরকারের। তার প্রতিবাদেই এদিন জেলার শিক্ষক-শিক্ষিকারা চাকরি হারা যোগ্য শিক্ষকদের সমর্থনে মানববন্ধন করে।
বাইট – অর্ণব চৌধুরী, শিক্ষক (WT) ।
Leave a Reply