কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনে মৌন মিছিল।।।

বীরভূম, নিজস্ব সংবাদদাতা:- “সন্ত্রাসবাদ ধ্বংস হোক”, দাবি তুলে রবি ঠাকুরের শান্তিনিকেতনে মোমবাতি হাতে মৌন মিছিল করল বিশ্বভারতী। মিছিলে নেতৃত্ব ছিলেন স্বয়ং বিশ্বভারতীর উপাচার্য অধ্যাপক প্রবীর কুমার ঘোষ।

২২শে এপ্রিল দেশের ভূস্বর্গ হিসেবে পরিচিত জম্মু কাশ্মীরের মিনি সুইজারল্যান্ড পহেলগাঁওতে জঙ্গিদের গুলিতে ঝাজরা হয়েছেন দেশের ২৭ জন পর্যটক। গোটা দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। হত্যার বদলা খুন।

রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী। প্রতিষ্ঠানের আচার্য দেশের প্রধানমন্ত্রী। সেই বিশ্বভারতীতে পড়ুয়া, অধ্যাপক, কর্মী, আধিকারিকরা শান্তিনিকেতনের উপাসনা গৃহের সামনে থেকে হাতে মোমবাতি নিয়ে মিছিল শুরু করেন। সুবর্ণরেখা পাশ দিয়ে মৃণালিনী আনন্দ পাঠশালা হয়ে উপাচার্যের দপ্তরের সামনে শেষ হয়। সেখানেই নিহতদের প্রতি শ্রদ্ধা জানান সকলেই। নীরবতা পালন করা হয়।

বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতীগ ঘোষ জানান, অত্যন্ত নিন্দনীয় ঘটনা ঘটেছে কাশ্মীরে। মানব সমাজের ইতিহাসে যা বিরল। অবশ্যই আমরা অধীর আগ্রহে রয়েছি। শত্রুদের উপযুক্ত জবাব আমাদের দেশে নিরাপত্তা ব্যবস্থা দেবে।

কাজী আমীরুল ইসলামের রিপোর্ট।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *