পশ্চিম মেদিনীপুর , নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৩ নং সত্যপুর গ্রাম পঞ্চায়েতের টাবাগেড়্যা এলাকায় রাজ্য সড়কের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসে ধাক্কা মারলো দুটি বাইক। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই জনের।গুরুতর আহত আরো দুইজনকে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায় ডেবরা থানার পুলিশ ও এলাকাবাসী। অপরদিকে আশংকা জনক হওয়ার আরো দুজনকে পাঠানো হয় মেদিনীপুর মেডিক্যালে। এদের প্রত্যেকেরই বাড়ী ডেবরা থানা এলাকায়। বাস ও বাইক গুলিকে আটক করেছে ডেবরা থানার পুলিশ।
ভয়াবহ পথ দূর্ঘটনায় মৃত ২ গুরুতর -২।।

Leave a Reply