পশ্চিম মেদিনীপুর , নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা দক্ষিণ চক্রের বিদ্যালয় পরিদর্শকের কাছে ৬ দফা দাবি নিয়ে ABTA (নিখিল বঙ্গ শিক্ষক সমিতি) চন্দ্রকোনারোড আঞ্চলিক শাখার পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয় শুক্রবার, মূলত তাদের দাবিগুলি হল দ্বাদশ শ্রেণীর পরিবর্তিত পাঠ্যসূচিতে শিক্ষক-শিক্ষিকা,ছাত্র-ছাত্রীরা ধোঁয়াশায় রয়েছেন, প্রশ্নপত্র ও নম্বর বিভাজন কেমন হবে তা অবিলম্বে নমুনা প্রশ্নপত্র মাধ্যমিক শিক্ষা সংসদ কে প্রকাশ করতে হবে,পাশাপাশি একাদশ শ্রেণীর পরীক্ষা ও ফলাফল প্রকাশ হয়েছে, কিন্তু এখনো দ্বাদশ শ্রেণীর সরকারি পাঠ্যপুস্তক বিদ্যালয়ে পৌঁছাতে হবে, মাধ্যমিক ফলাফলের দিনে ছাত্র-ছাত্রীদের স্বার্থে মার্কশিট বিদ্যালয়ে পৌঁছাতে হবে, পার্শ্ব শিক্ষকের সম্মানজনক বেতন চালু করতে হবে, এই সব দাবি সহ ৬ দফা দাবি নিয়ে এই দিন স্মারকলিপি প্রদান করা হয়। এই দিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আঞ্চলিক শাখার সভাপতি স্বপন মন্ডল, শ্রাবণী মিত্র, জাকির হোসেন খান, জয়ন্ত মারিক, ভাস্কর চন্দ্র মন্ডল, তনয় পাল সহ অন্যান্য সংগঠনের সদস্যরা।
পার্শ্ব শিক্ষকের সম্মানজনক বেতন চালু করতে হবে, এই সব দাবি সহ ৬ দফা দাবি নিয়ে এই দিন স্মারকলিপি প্রদান করা হয়।

Leave a Reply