বৈকন্ঠপুর এক গ্রাম পঞ্চায়েত পুনরায় প্রধান হলেন রাখি সাঁতরা এবং উপপ্রধান হলেন জয়দেব ব্যানার্জি।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের পর জেলায় জেলায় জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। তারপরই শুরু হয়েছে বোর্ড গঠন প্রক্রিয়া। পূর্ব বর্ধমান জেলা জুড়ে নতুন পঞ্চায়েতের ভোট গঠিত হচ্ছে।সেই মর্মে বৃহস্পতিবার বর্ধমান দু’নম্বর ব্লকের বৈকুণ্ঠপুর ১ অঞ্চলের পঞ্চায়েতের বোর্ড গঠিত হলো। বৈকন্ঠপুর এক গ্রাম পঞ্চায়েত পুনরায় প্রধান হলেন রাখি সাঁতরা এবং উপপ্রধান হলেন জয়দেব ব্যানার্জি। এই বোর্ড গঠন নিয়ে কর্মীদের মধ্যে উদ্দীপনা ছিল চরমে। মিষ্টি মুখ থেকে শুরু করে আবির খেলা সকালবেলা থেকেই শুরু হয় বৈকুণ্ঠপুর ১ অঞ্চলে। কার্যত বিরোধী শূন্য করে বৈকুণ্ঠপুর এক গ্রাম পঞ্চায়েত নিজেদের দখলে রাখতে পেরেছে তৃণমূল কংগ্রেস। প্রত্যেক পঞ্চায়েত সদস্য আজ শপথ গ্রহণ করেন এবং পাশাপাশি পঞ্চায়েতে তরফ থেকে জয়ী পঞ্চায়েত সদস্যদের সংবর্ধিত করা হয়। বৈকুণ্ঠপুর এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব ব্যানার্জি বলেন, আমরা সব সময় মানুষের উন্নয়নের জন্য কাজ করি। এই পঞ্চায়েতের অন্তর্গত সমস্ত মানুষের কাছে আমরা পর্যাপ্ত পরিমাণ পরিষেবা পৌঁছে দিতে পেরেছিলাম বলেই মানুষ আমাদের দুহাত ভরে আশীর্বাদ করেছেন। নতুন বোর্ড আজ গঠিত হলো আমরা আরো উন্নয়নে ত্বরান্বিত করব এই বৈকন্ঠপুর এক অঞ্চলকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *