নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার: খোঁজা ধরো ফেরত পাঠাও এই দাবিতে বিজেপির মিছিল ও জেলাশাসক কাছে ডেপুটেশন কর্মসূচি। সোমবার আলিপুরদুয়ারের বি এম ক্লাব ময়দান থেকে মিছিল শুরু হয় মিছিল শেষ হয় আলিপুরদুয়ার প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যা সামনে। সেখানে বিজেপির পক্ষ থেকে পথসভা করা হয়। পথসভায় বক্তব্য রাখেন বিজেপি আলিপুরদুয়ার জেলা সভাপতি মিঠু দাস, বিজেপি কালচিনি বিধায়ক বিশাল লামা সহ বিজেপি নেতৃত্বরা।
খোঁজো ধরো ফেরত পাঠাও এই দাবিতে বিজেপির মিছিল ও জেলাশাসক কাছে ডেপুটেশন কর্মসূচি।

Leave a Reply