বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- বালুরঘাট রেল স্টেশনে নিম্নমানের কাজ সহ একাধিক অনিয়ম ও অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি যুব তৃণমূল ও তৃণমূল ছাত্র পরিষদের। এদিন বিক্ষোভ কর্মসূচির পাশাপাশি স্টেশন সুপারিনটেনডেন্ট-কে ডেপুটেশন প্রদান করা হয়।
তৃণমূল যুব কংগ্রেস জেলা সভাপতি অম্বরীশ সরকার জানান, বালুরঘাট স্টেশন কে অমৃত ভারত স্টেশন করতে গিয়ে প্রচুর সবুজ ধ্বংস করা হয়েছে, বিকল্প প্লান্টেশন করা হয়নি। পাশাপাশি স্টেশন উন্নয়নের যে কাজ চলছে তা অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে বালুরঘাট রেল স্টেশনে যাত্রী সুরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করার প্রয়োজনীয়তা রয়েছে। এই বিষয়গুলি নিয়ে প্রতিবাদ জানাতেই এই বিক্ষোভ কর্মসূচি ও স্টেশন সুপারিনটেনডেন্ট এর মাধ্যমে কাটিহার ডিআরএমকে ডেপুটেশন প্রদান করা হয়।
বাইট – অম্বরীশ সরকার, যুব তৃণমূল জেলা সভাপতি।
Leave a Reply