দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আত্রেয়ী নদী ও খাঁড়ি বেষ্টিত বালুরঘাট শহরের ঐতিহ্যবাহী পুকুর ও জলাশয়গুলি আজ বিলুপ্তপ্রায়। ২০ বছর আগেও শহরে ৫০টির বেশি জলাশয় ছিল, এখন তা নেমে এসেছে মাত্র ১০-১২টিতে। বাম আমলে অবৈধভাবে জলাশয় ভরাটের অভিযোগ উঠেছিল। পরে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের সক্রিয়তায় কিছুটা নিয়ন্ত্রণ আসে। বর্তমান তৃণমূল পরিচালিত পুরসভাও বিষয়টি নিয়ে সতর্ক রয়েছে।
পরিবেশকর্মীদের দাবি, জলাশয়গুলির বেহাল অবস্থার কারণে বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হচ্ছে, বাড়ছে উষ্ণতা। সাম্প্রতিক সমীক্ষায় দেখা গিয়েছে, গত ২০ বছরে শহরের জলাভূমি ১৫% কমেছে। বেলতলা পার্ক, সাড়ে তিন নম্বর মোড়, রামকৃষ্ণ পল্লী ক্লাব সংলগ্ন এলাকা সহ একাধিক জলাশয় অবিলম্বে সংস্কারের দাবি উঠেছে।
পৌর সভার এম আই সি বোর্ডের সদস্য বিপুল কান্তি ঘোষ জানান, পুকুর ভরাটের কোনো বেআইনি কাজ বরদাস্ত করা হবে না। অভিযোগ পেলেই প্রশাসন দ্রুত ব্যবস্থা নিচ্ছে। দমকল আধিকারিক শিবানন্দ বর্মন জানান, জলাশয়ের সংকট অগ্নিকাণ্ডের সময় বড় সমস্যা তৈরি করছে।
পরিবেশ প্রেমী সংগঠনগুলির দাবি, জরুরি ভিত্তিতে শহরের জলাভূমি ও খাঁড়ি সংস্কার করে সুরক্ষা নিশ্চিত করা হোক।
বাইট পরিবেশ পরিবেশবিদ তুহিন শুভ্র মন্ডল
বালুরঘাট পৌরসভা এম সি আই সি বিপুলকান্তি ঘোষ
Leave a Reply