পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ২০২৪ সালের বর্ষার সময় পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার ভবানীপুর এলাকায় শিলাবতী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল পুরো এলাকা,আর শিলাবতী নদীর বাঁধের উপর ছিল গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক, অতি ভারী বৃষ্টিপাতের কারণে বাঁধ ভেঙে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগের ব্যবস্থা, তারপর থেকেই ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করছিল চন্দ্রকোনার একাধিক গ্রামের মানুষ, ইতিমধ্যেই রাজ্য সেচ দপ্তরের উদ্যোগে নদী বাঁধ মেরামতের কাজ শুরু হয়েছে জোর কদমে, জানা গিয়েছে ৩৮ লক্ষ ৫৩ হাজার ৪৩২ টাকা খরচ হবে নদী বাঁধ নির্মাণের তাগিদে, তবে দ্রুত এই কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন সেচ দপ্তরের আধিকারিকেরা, তাতেই খুশি চন্দ্রকোনার একাধিক গ্রামের মানুষের।
সেচ দপ্তরের উদ্যোগে অবশেষে দীর্ঘ কয়েক মাস পর যাতায়াতের সমস্যা সমাধান চন্দ্রকোনার একাধিক গ্রামের মানুষের ।

Leave a Reply