মালদা থেকেই যুগ্মভাবে প্রথম স্থান অর্জন করেছে দুই পরীক্ষার্থী, তাদের মধ্যে একজনের নাম ফাহামিদা ইয়াসমিন এবং অপরজনের নাম সাহিদা পারভিন।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- রাজ্যে হাই মাদ্রাসা পরীক্ষার ফলাফলের প্রথম দশের ১৫ জনের মেধা তালিকায় জায়গা করে নিল মালদারই ১২জন পরীক্ষার্থী।তাদের মধ্যে মালদা থেকেই যুগ্মভাবে প্রথম স্থান অর্জন করেছে দুই পরীক্ষার্থী।তাদের মধ্যে একজনের নাম ফাহামিদা ইয়াসমিন এবং অপরজনের নাম সাহিদা পারভিন।সাহিদার বাড়ি মালদার রতুয়া-১নং ব্লকের ভাদো গ্রাম পঞ্চায়েতের ছোটো বটতলা গ্রামে।বাবার নাম সামসুদ্দোহা।বাবা সামান্য এক টোটো চালক।মা সায়েমা বিবি সাধারণ গৃহবধূ।এই পরিবারের মেয়ে হয়েও সাহিদা হাই মাদ্রাসা পরীক্ষায় ৮০০-র মধ্যে ৭৮০ নম্বর পেয়ে রাজ্যে যুগ্যভাবে প্রথম অধিকার করায় তার বাড়িতে খুশির আবহ।অন্যদিকে ফাহামিদার বাড়ি সামসি হাসপাতাল মোড়ে।সে ভগবানপুর হাই মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়েছিল।সেও পরীক্ষায় ৮০০র মধ্যে-৭৮০ পেয়েছে।পরীক্ষার ফল প্রকাশিত হতেই খুশির আবহ তার পরিবারেও।মেয়েকে ঘিরে খুশিতে উৎফুল্ল হয়ে ওঠেন পরিবারবর্গ সাহিদা ও ফাহামিদাদের পরিবারের লোকেরা।শনিবার দিন সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ফাহমিদা ও সাহিদার বাড়িতে গিয়ে ফুলের তোরা, মিষ্টিমুখ ও একটি করে উপহার দিয়ে শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গ সরকারের মাদ্রাসা ও সংখ্যালঘু দপ্তরের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন।মন্ত্রীকে পাশে পেয়ে খুশি দুজনেই।

ফাহমিদা ইয়াসমিন ও সাহিদা পারভিন বলেন,খুব কষ্ট করেই পড়াশোনা করেছি।বলে আজকে ভালো নম্বর পেয়ে সফল হতে পেরেছি।আজকে মন্ত্রী এসেছিলেন একটি উপহার দিয়ে শুভেচ্ছা জানালেন।খুব ভালো লাগছে।

মন্ত্রী তজমুল হোসেন বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে আজকে ফাহমিদা ও সাহিদাদের বাড়ি গিয়েছিলাম।তারা মাধ্যমিকে ভালো ফলাফল করে রাজ্যের প্রথম স্থান অধিকার করেছে দুজনেই।দুজনেরই আরো সাফল্য কামনা করি।তারা আগামীতে যেন এভাবেই পরিশ্রম করে ভালো জায়গায় যেন পৌঁছায়। মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃতি ছাত্রীদের পাশে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *