ফরাক্কা, নিজস্ব সংবাদদাতা:- ফরাক্কার নিশিন্দ্রা নৌকা ঘাট থেকে বেওয়া ব্রিজ পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার রাস্তার উন্নয়নের উদ্দেশ্যে শুরু হয়েছে প্রাথমিক পরিমাপের কাজ। গরম উপেক্ষা করে মাপজোক করছেন দফতরের কর্মীরা। হাতে হ্যান্ডেলার যন্ত্র, একের পর এক স্থান নির্ধারণ চলছে।
সূত্রের খবর, এই উদ্যোগ ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলামের তত্ত্বাবধানে নেওয়া হয়েছে। বিধায়কের ঘনিষ্ঠ অরুন্ময় দাস জানিয়েছেন, নির্দিষ্ট প্রকল্পের অধীনেই এই রাস্তা নির্মাণের পরিকল্পনা চলছে।
তবে প্রশ্ন থেকেই যাচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন, এর আগে জেলা পরিষদের অধীনে ওই রাস্তার একটি প্রকল্প শুরু হয়েছিল। কিছুদিন কাজ চলার পর হঠাৎ বন্ধ হয়ে যায় সেই প্রকল্প। অভিযোগ, ঠিকাদার অর্থছাড় না পাওয়ায় কাজ বন্ধ রেখেছেন। এখনও পর্যন্ত জেলা পরিষদের পক্ষ থেকে এ বিষয়ে কোনও পরিষ্কার ব্যাখ্যা মেলেনি।
ফলে সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন—ফের রাস্তার মাপজোক শুরু হলেও, এবার কি আদৌ শেষ হবে রাস্তা নির্মাণ? নাকি আগের মতোই ভাঙা রাস্তায় চলতে হবে এলাকাবাসীকে?
Leave a Reply