নিজস্ব সংবাদদাতা, হরিরামপুর ৬ই মে :- দিদিকে বাঁচাতে গিয়ে ধারালো হাঁসুয়ার কোপে প্রাণ গেল ভাইয়ের । ঘটনাটি ঘটেছে হরিরামপুর থানার অন্তর্গত মেহেদীপাড়ার মিশন মোড় এলাকায় । গতকাল রাত্রি আনুমানিক দশটা নাগাদ এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে । মৃত ব্যক্তির নাম জিমেন টুডু বয়স আনুমানিক ২৩ বছর পেশায় ছিলেন দিনমজুর। জিমেন টুডুর দিদি স্বর্ণলতা সরেন বয়স আনুমানিক ২৯ বছর । দীর্ঘদিন ধরে স্বর্ণলতা সরেন ও অভিযুক্ত হেমন্ত মুর্মু র মধ্যে একটি সম্পর্ক ছিল। কিন্তু কয়েকদিন যাবত দুজনের সেই সম্পর্কের মধ্যে অবনতি হওয়ায় হঠাৎই গতকাল রাতে অভিযুক্ত হেমন্ত মুর্মু স্বর্ণলতার বাড়িতে আসে এবং রাতের অন্ধকারে সে স্বর্ণলতার শোবার ঘরের লুকিয়ে যায় । আচমকা ঘরে ঢুকতেই স্বর্ণলতা হেমন্তকে দেখতে পায় তাদের মধ্যে কোন এক বিষয় নিয়ে বিবাদ হয় এবং চিৎকার চেঁচামেচি শুনে বাড়ির অন্য ঘরে থাকা জিমেন টুডু ছুটে আসে দিদির ঘরে। দিদির ঘরে এসে জিমেন দেখে হেমন্ত টুডু প্রেট্রোল ও হাসুয়া নিয়ে তার দিদি স্বর্ণলতা সরেন কে মারার জন্য উদ্ধত হয়েছে সে সময় দিদিকে বাঁচানোর মরিয়া চেষ্টায় হাঁসুয়ার কোপ গিয়ে পড়ে জিমেন টুডুর গলায়, গুরুতর জখম হয় জিমেন টুডু । রক্তাক্ত অবস্থায় জিমেন কে পরিবারের লোকজনেরা একটি টোটো তে করে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে । এই ঘটনার খবর পেয়ে রাতেই হরিরামপুর থানার আইসি অভিষেক তালুকদারের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী । স্বামীর মৃত্যুর খবর পেয়ে শোকস্তব্ধ হয়ে পড়েছে জিমেন টুডুর স্ত্রী সহ পরিবারের অন্যান্য সদস্যরা । দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে মৃত জিমেন টুডুর স্ত্রী সহ পরিবারের অন্যান্যরা । অন্যদিকে অভিযুক্ত হেমন্ত টুডুর বাড়ি মালদা জেলার হবিবপুর থানার অন্তর্গত বুলবুলচন্ডির নিয়ামতপুর এলাকার। অভিযুক্তকে খুঁজে বের করার জন্য পুলিশের তরফে সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে । প্রশাসনের তরফে মৃত জিমেনের দেহটিকে ময়না তদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে এর পাশাপাশি এলাকায় যাতে কোন রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বসানো হয়েছে পুলিশ পিকেট । এছাড়াও হরিরামপুর থানার পুলিশ প্রশাসনের তরফে সমস্ত পরিস্থিতির উপরে নজর রাখা হচ্ছে ।
দিদি স্বর্ণলতা সরেন কে মারার সময় দিদিকে বাঁচানোর মরিয়া চেষ্টায় হাঁসুয়ার কোপ গিয়ে পড়ে ভাই জিমেন টুডুর গলায়, মর্মান্তিক মৃত্যু।

Leave a Reply