নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর :- দিন যত এগোচ্ছে গরম তত বাড়ছে। এমনও অবস্থায় জলের চাহিদা ততটাই বাড়ছে। গঙ্গারামপুর বাসি দেড় জন্য পরিস্রুত ঠান্ডা পানীয় জলের ব্যাবস্থা করলো গঙ্গারামপুর পৌরসভা। এদিন গঙ্গারামপুর বাস্ট স্ট্যান্ডের সামনে দুটি নতুন পরিস্রুত ঠান্ডা পানীয় জলের মেশিনের উদ্বোধন করেন পৌরসভার পৌরপিতা প্রশান্ত মিত্র ,এছাড়া উপস্তিত ছিলেন জেলা পরিষদের মেন্টর শঙ্কর সরকার কাঞ্চন সেন সুব্রত মুখার্জি সহ পৌরসভার সদস্য গণ। গঙ্গারামপুর বাসীর দীর্ঘ দিনের দাবি আজ পূরণ হলো। এই গরমে এতে যেমন শহর বাসি উপকৃত হবে তেমন দূর দূরান্তর বাস যাত্রীরাও ভীষণ ভাবে উপকৃত হবে। এ বিষয়ে গঙ্গারামপুর পৌরসভার পৌরপিতা প্রশান্ত মিত্র বলেন
গঙ্গারামপুর বাসীর দীর্ঘ দিনের জলের দাবি আজ পূরণ হলো।

Leave a Reply