পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৪৮৩ নম্বর পেয়ে চিকিৎসক হতে চায় পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শান্তিনগর কলোনির বিশাল সাহা, বুধবার সন্ধ্যায় তাকে সম্বর্ধনা জানানো হয়, ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে,জানা গিয়েছে চন্দ্রকোনারোড ডাবচা নবকোলা হাই স্কুলে পড়াশোনা করত সে, জানা গিয়েছে পিতা সুশান্ত সাহা একজন পেশায় শিক্ষক,তবে তার এই সাফল্য কামনায় পাশে থাকার আশ্বাস ব্লক যুব তৃণমূলের, এই দিন উপস্থিত ছিলেন সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক রাজীব ঘোষ, ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মানস নায়েক সহ অন্যান্য তৃণমূল ও যুব তৃণমূলের কর্মী সমর্থকেরা।
৪৮৩ নম্বর পেয়ে চিকিৎসক হতে চায় চন্দ্রকোনারোডের শান্তিনগর কলোনীর বিশাল।

Leave a Reply