চাঁচল, নিজস্ব সংবাদদাতা :- বুধবার দিন মালদা জেলার চাঁচল মহকুমা প্রশাসনের উদ্যোগে শহরের এক বেসরকারী অতিথি আবাসনে অনুষ্ঠিত হল সামাজিক উন্নয়নমূলক কর্মশালা। এদিনের কর্মশালায় রক্তদান শিবির,বৃক্ষরোপণ,জল সংরক্ষণ সহ একাধিক সামাজিক উন্নয়নমূলক এবং সচেতনতা মূলক কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।
এদিনের কর্মশালায় উপস্থিত ছিলেন রতুয়া বিধানসভার বিধায়ক সমর মুখার্জি, মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন,জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম,জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুড়ী, চাঁচল মহকুমার মহকুমা শাসক শৌভিক মুখোপাধ্যায়,চাঁচল মহকুমা এলাকার জেলা পরিষদের সদস্যগণ,ছয়টি ব্লকের বিডিও,সভাপতি,সহকারী সভাপতি, প্রধান ও উপ্রধানগণ সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিগণ।
অনুষ্ঠানের শুরুতে মহকুমা শাসক সৌভিক মুখোপাধ্যায় রক্তদান শিবির,বৃষ্টির জল অপচয় না করে ভূগর্ভস্থ জলস্তর বৃদ্ধির চেষ্টা এবং বৃক্ষরোপণ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।কর্মশালার বিষয় নিয়ে প্রত্যেকে নিজেদের বক্তব্যে তার গুরুত্ব তুলে ধরেন।মহকুমা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানান।
জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুড়ি বলেন,আজকে চাঁচল মহাকুমা প্রশাসনের উদ্যোগে সামাজিক উন্নয়নমূলক এবং সচেতনা মূলক কর্মসূচি অনুষ্ঠিত হলো।আমরা দেখছি চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ব্লাড ব্যাংকে রক্তের চাহিদা বাড়ছে।তাই আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প বেশি করে করতে হবে।এছাড়াও আগামীতে সুপার স্পেশালিটি হাসপাতালে কি কি ডেভেলপমেন্ট করা যায় সেই বিষয়টিও খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়।
চাঁচলের মহকুমা শাসক শৌভিক মুখোপাধ্যায় বলেন, আজকে তিনটি বিষয় নিয়ে আলোচনা হলো।চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে আমাদের সিসিইউ বেড বাড়তে চলেছে।আগামীদিনে রক্তের চাহিদা আরো বাড়বে।তাই রক্তের চাহিদা মেটাতে গ্রাম পঞ্চায়েত,পঞ্চায়েতে সমিতি স্তরে ব্লাড ডোনেশন ক্যাম্প কেন কি কারণে করব সে নিয়ে আলোচনা হয়।ডেঙ্গু ম্যালেরিয়া নিয়ে কিভাবে মানুষকে সচেতন করতে হবে কিভাবে ডেঙ্গু ম্যালেরিয়া রোধ করতে এছাড়াও বৃক্ষরোপণ নিয়ে আলোচনা হয়।
Leave a Reply