পশ্চিম মেদিনীপুর , নিজস্ব সংবাদদাতাঃ- বহু বছর ধরে ভূমির অধিকার থেকে বঞ্চিত থাকা প্রায় ৩২টি আদিবাসী পরিবার অবশেষে পেল সরকারি স্বীকৃতি,নিজেদের জমির উপর পাট্টা রেকর্ড।
পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ১ নম্বর ব্লকের বুগড়ী মুলুক ব্লক প্রশাসনের প্রতিনিধিদের উপস্থিতিতে এই পাট্টা হস্তান্তর করা হয়েছে। এই দিন উপস্থিত ছিলেন BDO সহ একাধিক ব্লক প্রশাসনিক আধিকারিকেরা।
বুগড়ী মুলুকের ৩২টি পরিবার পেল পাট্টা রেকর্ড।

Leave a Reply