এস ইউ সি আই সি দুর্গাপুর কমিটির পক্ষ থেকে দুর্গাপুর সিটি সেন্টারে বিক্ষোভ কর্মসূচির ডাক।

পশ্চিম বর্ধমান, নিজস্ব সংবাদদাতা :- বিকাশ ভবনে চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের ন্যায়সঙ্গত আন্দোলনে পুলিশী আক্রমণের তীব্র নিন্দা জানিয়ে এস ইউ সি আই সি দুর্গাপুর কমিটির পক্ষ থেকে আজ দুর্গাপুর সিটি সেন্টারে সকাল সাড়ে ১১ টায় বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয় । এস ইউ সি জেলা নেত্রী সুচেতা কুন্ডু বলেন

“বিকাশ ভবনে চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের ন্যায়সঙ্গত আন্দোলনে যেভাবে তৃণমূলের দুষ্কৃতীরা এবং পুলিশ হামলা ও অত্যাচার চালিয়েছে তা এক কথায় নজিরবিহীন। পুলিশের নৃশংস লাঠিচার্জে কারো চোখ নষ্ট হয়ে গিয়েছে, কারো হাত ভেঙেছে, কারো পা ভেঙেছে। রাজ্য সরকারের এহেন বর্বরোচিত আচরণে আমরা স্তম্ভিত। আমরা এসইউসিআইসির পক্ষ থেকে এই ঘটনায় তীব্র ধিক্কার ও নিন্দা জানাই।

রাজ্য সরকারের সীমাহীন দুর্নীতির ফলেই শিক্ষক ও শিক্ষাকর্মীরা চাকরি হারিয়েছেন। মুখ্যমন্ত্রী ও তাঁর সরকারের নানান সময় বিভিন্ন বক্তব্য ও কার্যকলাপে, তাঁদের আশ্বস্ত হওয়ার বদলে বিভ্রান্তি ও আশংকার জন্ম হয়েছে। এমতাবস্থায় সেই সমস্ত চাকরিহারারা আজ অসহায় ও দিশাহারা অবস্থায় নিজেদের জীবন-জীবিকা-পরিবার বাঁচানোর জন্য বাধ্য হয়ে পুনর্বহালের দাবিতে বিকাশ ভবন অভিযান করেন। অথচ আমরা অত্যন্ত দুঃখের সাথে দেখলাম, মন্ত্রী বা কোন উচ্চ পর্যায়ের আধিকারিক তাঁদের সঙ্গে দেখা করে কথা বলার সৌজন্য টুকুও দেখালেন না, উল্টে তাঁদের উপরে নেমে এলো নৃশংস অত্যাচার। লোগো বাইট এস ইউ সি নেত্রী সুচেতা কুন্ডু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *