বিদ্যালয় প্রাঙ্গনে ক্ষুদিরাম বসুর আত্ম বলিদান দিবসে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।

0
325

নিজস্ব সংবাদদাতা, “মালদা:— ক্ষুদিরাম বসুর আত্ম বলিদান দিবসে রক্তদান”। ১১ ই আগস্ট ২০২৩ বীরশহীদ ক্ষুদিরাম বসুর ১১৬ তম আত্ম বলিদান দিবসে প্রতিবছরের ন্যায় এবারও ওল্ড মালদা ব্লকের বিবেকানন্দ শিশু মন্দিরের উদ্যোগে, ভারত স্কাউটস্ এন্ড গাইডস্ মালদা জেলা শাখার সহযোগিতায় দশম বর্ষে এক মনোজ্ঞ পরিবেশে বিদ্যালয় প্রাঙ্গনে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা অভিভাবক অভিভাবিকা সহ ৫৬ জন রক্তবন্ধু রক্তদান করে মানবিকতার নজির গড়লেন। শিবিরে রক্তদাতা উৎসাহ দিতে উপস্থিত ছিলেন বিবেকানন্দ শিশু মন্দিরের সভাপতি অম্লান গাঙ্গুলী, সম্পাদক প্রীতম রঞ্জন রায়, মালদা মেডিক্যাল কলেজ ব্লাড সেন্টারের চিকিৎসক অশোক চক্রবর্তী, সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদা শাখার রক্তদান আন্দোলনের কর্মী সুরজিৎ মন্ডল, বর্তমান রক্ত সংকটকালীন অবস্থায় দরকার আরো রক্তদান শিবিরের, ব্লাড সেন্টারের রক্তের ঘাটতি মেটাতে জন্মদিন, বিবাহবার্ষিকী রিটায়ারমেন্ট এবং পারিবারিক অনুষ্ঠানে রক্তদান শিবির সংগঠিত করার আহ্বান জানান ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখার জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা মহাশয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here