নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- গৌড়ীয় বৈষ্ণব মতে শান্তি ক্রিয়া সম্পন্ন হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নিহত ছাত্র স্বপ্নদ্বীপের। আজ নদীয়ার বগুলার বাড়িতে তার ক্রিয়া কার্য সম্পন্ন হয়। তার আত্মার শান্তির কামনায় চোখের জলে ভাসলেন মা বাবা। তবে এখনো শোকস্তব্দ গোটা এলাকা। পরিবার ভাবতেই পারছেন না তাদের সন্তান আর নেই, তাই ছেলের আত্মার শান্তির কামনায় চোখের জল ধরে রাখতে পারছেন না স্বপ্নদ্বীপের বাবা-মা। স্বপ্নদ্বীপের ক্রিয়া কার্য হয় মায়াপুর গৌড়ীয় মঠের ভক্তিপ্রসাদ মন মহারাজের হাত ধরে। সকাল থেকেই চলছিল প্রস্তুতি, বেশ কয়েক ঘন্টা পরে শেষ হয় ক্রিয়াকার্য।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নিহত ছাত্র স্বপ্নদ্বীপের গৌড়ীয় বৈষ্ণব মতে শান্তি ক্রিয়া সম্পন্ন হল।

Leave a Reply