দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- আজ ১৪ই আগস্ট ২০২৩ কন্যাশ্রী দিবস। তিওড় সর্বেশ্বর বালিকা বিদ্যালয়ের উদ্যোগে কন্যাশ্রী দিবস সাড়ম্বরে পালন করা হলো আজ হিলি ব্লকের তিওড়ে । তিওড় সর্বেশ্বর বালিকা বিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাবের সদস্যদের উদ্যোগে অনুষ্ঠান শুরু হয় বর্ণাঢ্য সাইকেল রালির মধ্য দিয়ে। এই বর্ণাঢ্য রালিতে বিদ্যালয়ের ছাত্রীসহ আরো বিশিষ্টজনেরা অংশগ্রহণ করেন। এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের উজ্জীবন সোসাইটি অংশ গ্রহণ করেন এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি অরুন বর্মন, প্রধান শিক্ষিকা সুলেখা চক্রবর্তী, দক্ষিণ দিনাজপুর চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সদস্য সুরজ দাস, হিলি গ্রামীণ হাসপাতালের প্রতিনিধি মৃণাল চৌধুরী, ইতি দাস সহ বিনশিরা গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান ও অন্যান্য শিক্ষিকাবৃন্দ। আজকের এই অনুষ্ঠানে কন্যাশ্রী দিবস পালনের পাশাপাশি ডেঙ্গু নিয়েও সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। বাল্যবিবাহ রতে আজকের এই সচেতনতা শিবিরে শপথ বাক্য পাঠ করেন বিদ্যালয়ের ছাত্রীবৃন্দ।
Home রাজ্য দঃ দিনাজপুর সর্বেশ্বর বালিকা বিদ্যালয়ের উদ্যোগে কন্যাশ্রী দিবস সাড়ম্বরে পালন করা হলো আজ হিলি...